নারায়ণগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যাসহ নদীগুলো দখল ও দূষণ রোধে স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেআইজেড বাংলাদেশ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক রাসেল মাহমুদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক মোবারক হোসেন, জিআইজেডের পরিবেশ উপদেষ্টা সারজিনা মুমু, প্রকৌশলী ইশতিয়াক মাহফুজ পাঠান, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, একাত্তর টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান, খোলা কাগজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মীমরাজ হোসেন প্রমুখ।
এ সময় ব্র্যাক, ডাইং অ্যাসোসিয়েশন, নিটিং অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাসহ নদীগুলোর দখল দূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অ্যাকশন প্ল্যান দ্রুত জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।
সভায় জেলা প্রশাসক জানান, শীতলক্ষ্যা নদীর পানির যে রঙ সেটাকে পানির স্বাভাবিক রঙে ফিরিয়ে আনতে চাই। সেজন্য আমরা জিআইজেডের সহযোগিতায় একটি অ্যাকশন প্ল্যান তৈরি করছি। বর্তমানে শীতলক্ষ্যার কাছে যেতেও মানুষ ভয় পায়। যে দুর্গন্ধময় বিষাক্ত অবস্থা রয়েছে সেটা থেকে স্বাভাবিক অবস্থায় শীতলক্ষ্যাকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছি।
কেকে/এমএস