ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার ২০২৫-২৬ সেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে আলহাজ্ব মুহিব উদ্দিন আহমদ সোহেলকে পুনরায় জেলা সভাপতি ও মো. শামছুল হুদাকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।
বুধবার (৮ জানুয়ারি) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কার্যালয়ে জেলা সভাপতি আলহাজ্ব মুহিব উদ্দিন আহমদ সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শামছুল হুদার পরিচালনায় মজলিসে শুরার অধিবেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
খোলা কাগজ/এসএম