পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তিনি। বেশকিছু দিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল অভিনেত্রীর। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋতাভরী-সুমিত অরোরা জুটি।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, বড়দিনে টলিউডের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেয় সুমিত অরোরার। এবার সেই চর্চিত প্রেমিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। চলতি বছরে ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা অভিনেত্রীর।
জানা গেছে, বাঙালি ও পাঞ্জাবি রীতি অনুসারে বিয়ে করবেন অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে। তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
কেকে/এমএস