ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যেগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘যার হাত-পা ও মাথায় সমস্যা থাকতে পারে সেই প্রতিবন্ধী। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বরং মেধা, দক্ষতা আর সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তারাও সমাজ, দেশ ও জাতির সম্পদে পরিণত হতে পারে। এ বিষয়ে আমাদের সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, রূপালি ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মো. নাঈম আহমেদ ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. শহীদুল আলম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কেকে/এমএস