সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকাবাসী।
দোয়া মাহফিলের পূর্বে আলোচনায় ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের তিন বারের সফল ও স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা এনামুল হক প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শঠিবাড়ি কলেজের অধ্যাপক মোজাহিদুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মন্ডল, সাবেক বিএনপি আতিকুর রহমান রাঙ্গা, সাবেক বিএনপি নেতা রেজাউল ইসলাম মাষ্টার, সাবেক ছাত্রনেতা সুমন সরকার।
অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা আরিফ প্রধান, স্বেচ্ছাসেবকদল নেতা জিকরুল ইসলাম।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাবুদ্দিন।
কেকে/এইচএস