‘স্কাউটিং করি আদর্শ জীবন গড়ি’ এ প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলা আহবায়ক মাহমুদ হাসান মৃধা'র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটস গঙ্গাচড়া উপজেলা সদস্য সচিব এস আর ফারুক।
স্কাউটস গঙ্গাচড়া উপজেলা সদস্য সহকারী শিক্ষক মোশাররফ হোসেন মিথুন ও সদস্য সহকারী শিক্ষক শারমিন সুলতানা বৃষ্টির উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান, স্কাউটস রংপুর জেলার এলটি আলেয়া খাতুন, ইয়ং এডাল্ট আল আমিন রাজা, প্রধান শিক্ষক কমল কান্ত রায়।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলা কমিটি গঠন করা হয়। পদাধিকার হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা সভাপতি, এছাড়া সহসভাপতি হিসেবে শিক্ষক আব্দুল আখের মিঞা, মতিয়ার রহমান, কামরুজ্জামান, ফুল কুমার রায়, রকিব মিয়া ও কমিশনার হিসেবে শফিকুল ইসলাম চাঁদ, সম্পাদক (স্কাউট শাখা) আব্দুস ছালাম, যুগ্ন সম্পাদক সফিয়ার মো. জাকিউল আলম স্বপন, কোষাধ্যক্ষ রিয়াজুল ইসলাম, গ্রুপ কমিটির সভাপতি (প্রাথমিক) রবিউল সাইদ, শামীমা সুলতানা, গ্রুপ কমিটির সভাপতি (মাধ্যমিক) আনিচুর রহমান ও ফকরুল বারী নির্বাচিত হন।
নির্বাচিতগণ অন্যান্য পদে মনোনিত করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন। ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় কাব ও স্কাউট শাখার প্রধান শিক্ষক/গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন।
কেকে/এইচএস