ময়মনসিংহের পাগলা থানায় আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী মহসিন খানের ওপর সন্ত্রাসী হামলা।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারীতে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারীতে দিলিপ, বাতেন, কামরুল, আবু বকর, নাদিম, মোমেন, সুজন, মফিজুল মড়ল, পারভেজ, রাসেল খাঁ, শিরু খাঁ, আবু সাইদ গংয়ের নেতৃত্বে দিনে-দুপুরে কিছু চোর ডাকাত ভাড়া করে আওয়ামী লীগসহ কিছু সংঘবদ্ধ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে নিরস্র মহসিন খান, মোফাজ্জল, সেলিমসহ বিএনপি নেতা-কর্মীদের গুরতর আহত করে।
বর্তমানে তারা শ্রীপুর ও গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু বলেন, খুনি হাসিনা ও আওয়ামী লীগের দোসর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
কেকে/এজে