জীবননগর সীমান্তে ৬৬লক্ষ টাকার ইয়াবা উদ্ধার
এ,আর,ডাবলু জীবননগর (চুয়াডাঙ্গা)
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১১:৫৩ এএম (ভিজিটর : ৩৫)
ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদনীপুর সীমান্ত থেকে ২২হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।যার বাজার মূল্য আনুমানিক ৬৬ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহেশপুর ব্যাটালিয়ন(৫৮) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,জীবননগর উপজেলার সীমান্তের মেদিনীপুর বিওপি কর্তৃক আসামী বিহীন অবস্থায় পরিত্যক্ত ২২ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬৬ লক্ষ টাকা।
কেকে/এমএস