শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘চট্টগ্রাম ফোরাম’র ৯ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ধ্রুব দাশ ও সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের সমাজকর্ম বিভাগের রুভিয়ান রহমান শান দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সংগঠনটি হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাসুদ হোসেন শিপন, সহ-সভাপতি কামরুল হাসান, উদিতা দাশ, মিনহাজ চৌধুরী, আহমেদ নাঈম ও সম্রাজ পাল। যুগ্ম সাধারণ সম্পাদক অনন্যা বড়ুয়া, কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন ফারুকী ও সহ-কোষাধ্যক্ষ রিদওয়ান, সহ-সাধারণ সম্পাদক তন্ময় দে ও মিফতাউল জান্নাত কানিজ।
এছাড়া, সাংগঠনিক সম্পাদক হানিফ হোসাইন নিসান ও সাইমা আকতার, সহ-সাংগঠনিক সম্পাদক হেমন বড়ুয়া ও আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক আরাত্রিকা বড়ুয়া সৃজা, সহ-দপ্তর সম্পাদক মুন্না ও কলিম, প্রকাশনা সম্পাদক দেলোয়ার সাকিব, সহ প্রকাশনা সম্পাদক শহিদ ও মিজবাহ, সাংস্কৃতিক সম্পাদক রিপন সেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুকান্ত ও মিনহাজ।
কমিটিতে আরও আছেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক দেলোয়ার রানা, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাকিব ও ফারদিন, যোগাযোগ সম্পাদক শাহরিয়ার জামান রাফাত ও জফুর উদ্দিন আশরাফ, সহ-যোগাযোগ সম্পাদক সাদিয়া ও সাহেল, ক্রীড়া সম্পাদক হেদায়েত আলী, সহ-ক্রীড়া সম্পাদক আবিদ ও মারুফ।
কেকে/এএম