অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান জন্মদিনের বিশেষ দিনটি স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে দুবাইয়ে উদযাপন করেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক বিতর্কে প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন নুসরত। তবে এসব বিতর্ক এড়িয়ে তিনি নিজের জীবন নিয়ে ব্যস্ত।
দুবাইয়ের এক রেস্তোরাঁয় জন্মদিনের টেবিল ছিল রঙিন কাপ কেক, পানীয় এবং ক্রসাঁ দিয়ে সাজানো। নীল-সাদা পোশাকে হালকা সাজে রোদচশমা পরে ছবি শেয়ার করেছেন নুসরত। সন্ধ্যার জন্য বেছে নিয়েছিলেন আকাশি রঙের পোশাক।
সমাজমাধ্যমে নুসরত লিখেছেন, একরাশ কৃতজ্ঞতা নিয়ে আজ সকালে ঘুম থেকে উঠলাম। বেঁচে থাকা, শ্বাস নেওয়া, জীবন উপভোগ করা ও ভালোবাসার মতো আর কী প্রাপ্তি হতে পারে!
যশও স্ত্রী নুসরতের জন্য বিশেষ ভিডিও পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ঈশ্বর তোমায় সব খুশিতে ভরিয়ে দিক। তুমি একজন শক্তিশালী নারী এবং সঠিক গৃহবধূ। জীবনে তোমায় পেয়ে আমি সত্যিই খুশি।
কেকে/এএম