জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করা অপরিহার্য।
শুক্রবার (১০ জানুয়ারি) গাজীপুরের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংবিধান জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন করতে হবে। কেয়ারটেকার সরকার সংবিধানের অংশ ছিল না, কিন্তু জনগণের দাবিতে তা সংবিধানে যুক্ত হয়েছে। তেমনি বর্তমান সময়েও জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার হতে হবে।
অর্থনীতির সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, গাজীপুরের অনেক মিল-কারখানার মালিক আমাদের জানিয়েছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যের কারণে তারা ব্যবসা চালাতে পারছেন না। আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অনুরোধ করছি, অর্থনীতির চাকাকে থামিয়ে দিতে চাওয়া এসব অপরাধীকে দ্রুত গ্রেফতার করুন।
তিনি আরও বলেন, যারা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়, তাদের রুখতে হবে। বর্তমান পরিস্থিতিতে জনগণ বিশ্বাস করতে শুরু করবে যে, প্রশাসনও ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমীর ড. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফরুকী এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানী।
কেকে/এএম