বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। ক্রীড়াঙ্গন এর সবচেয়ে বড় উদাহরণ। দলটি এই অঙ্গনকে দলীয়করণ করে ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেয়নি।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, খেলোয়াড়দের মন উদার হয়। মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক। তারেক রহমানও প্রত্যাশা করেন মাদক পরিহার করে তরুণ সমাজ খেলাধুলায় মনোযোগী হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, ক্রিকেটে আরাফাত রহমান কোকোর বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে উৎকর্ষতা কোকোর হাত ধরেই হয়েছে সাধিত হয়েছে। এ সময় খেলাধুলা করে সমাজকে গড়ে তুলতে হবে বলেও জানান তিনি।
কেকে/এইচএস