দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশের পরদিনই পৌরসভা কর্তৃপক্ষের নজরে আসায় শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার বিভিন্ন সড়কে অকেজো নষ্ট সড়ক বাতি সড়িয়ে নতুন বাতি লাগানোর কাজ শুরু হয়েছে। এতে আলোকিত হচ্ছে পৌর এলাকার বিভিন্ন সড়ক।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকেই পৌরশহরের বিভিন্ন সড়কে অকেজো সড়ক বাতি গুলো সড়িয়ে নতুন বাতি লাগিয়ে পৌরশহরের সড়ক গুলো আলোকিত করতে পরিশ্রম করছেন পৌরসভার বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা।
এর আগে নালিতাবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকার অধিকাংশ সড়ক বাতি গুলো অকেজো ছিল। রাতে পৌর শহরের বিভিন্ন এলাকার সড়ক বাতি জ্বলতো না। এতে পৌর এলাকায় রাতে পৌর এলাকার বাসিন্দাদের চলাচলে অসুবিধা হতো, তেমনি অন্ধকারে প্রায়ই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটতো। সড়কগুলো অন্ধকার থাকায় মাদকসেবী ও কিশোর গ্যাং সদস্যদের দৌরাত্ম্যসহ নানা অপরাধ বেড়ে যাচ্ছিল।
এমন অবস্থায় “রাতে সড়কে জ্বলে না বাতি, নিরাপত্তার ঝুঁকিতে পৌরবাসী” এই শিরোনামে দৈনিক খোলা কাগজে বুধবার (৮ জানুয়ারি) একটি সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল হক বলেন, পৌরসভার সড়ক বাতি নিয়ে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইতোমধ্যে নতুন বাতি লাগিয়ে পৌরসভার সড়কগুলো আলোকিত করা হয়েছে এবং বাতি লাগানোর কাজ চলমান রয়েছে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক ফারজানা আক্তার ববি বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। তাৎক্ষণিক অকেজো সড়ক বাতিগুলো খুলে নতুন বাতি লাগিয়ে সড়কগুলো আলোকিত করতে নির্দেশ প্রদান করি।
কেকে/এএম