শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু      অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না: সাইফুল হক      ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা      থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড      টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার      দায়িত্ব ভাগাভাগি-সমতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়া সম্ভব: রিজওয়ানা হাসান      কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি: আদিলুর      
প্রিয় ক্যাম্পাস
ক্যাম্পাস টু ঢাকা বাস চায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৭:১০ পিএম  (ভিজিটর : ২৯)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দেশের প্রাণকেন্দ্র ঢাকা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। অধিকাংশ শিক্ষার্থীদের চাহিদা থাকে ঢাকামুখী হওয়ার সেই তালিকায় পছন্দের দিকে ঢাবি, জবি ও জাবি’র পরই নজরুল বিশ্ববিদ্যালয়ের অবস্থান। অথচ প্রতিষ্ঠার ১৯ বছর পরও, চাহিদার এত তুঙ্গে থাকা সত্ত্বেও ঢাকার সাথে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগাযোগের সুব্যবস্থা অত্যন্ত ক্ষীণ।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে জনমনে ক্ষোভ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাসগুলো এক জেলা অতিক্রম করে অন্য জেলা শহর পর্যন্ত বাস সার্ভিস দিয়ে থাকে শিক্ষার্থীদের স্বার্থে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস যেখানে কুমিল্লা জেলা শহর পর্যন্ত শিক্ষার্থীদের পৌঁছে দেয়, গাজীপুর পর্যন্ত চলে আসে। সেখানে ঢাকা শহর শিক্ষার্থীদের জন্য এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও যাতায়াতের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়ে তার কোনো সুব্যবস্থা নেই, যা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের অন্তরায় বলেই মনে করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের চাকরির বাজার, বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর বিভিন্ন কর্মকাণ্ডসহ নানাবিধ আনুষ্ঠানিকতায় সকলকে নির্ভর করতে হয় রাজধানী ঢাকার ওপর। এমনকি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও নানাভাবে ঢাকা মুখি নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করেন। 

এ ব্যাপারে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী রাকিব হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অঞ্চলগুলো (মাওনা, গাজীপুর, ঢাকা) থেকে প্রচুর সংখ্যক শিক্ষার্থী প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ে আশা যাওয়া করে। একটি বাস ভালুকা পর্যন্ত আসতে পারলে এ অঞ্চলগুলো পর্যন্ত কেনো আসতে পারবে না। বিশেষ করে ভালুকা থেকে যারা বাসায় যায় ভাড়া নিয়ে তাদের অনেক হয়রানি হতে হয় বাসে। বাসের রুট বৃদ্ধি করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

ব্যবস্থাপনা বিভাগের ১৪তম আর্বতনের শিক্ষার্থী আবু ইসহাক অনিক জানান, ঢাকার বাস শিক্ষার্থীদের খুব উপকারে আসবে। ময়মনসিংহ-ঢাকা যাতায়াত ব্যবস্থা ভালো নয়, এই রাস্তায় আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে। প্রচুর দুর্ঘটনারও শিকার হতে দেখা যায় এই সড়কে। যদি প্রশাসন ঢাকাগামী বাস চালু করে তবে সেটি হবে আমাদের জন্য কল্যাণময় একটি কাজ। আশা করি, দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবি এখন গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন হবে।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রুবেল আক্ষেপের কথা ব্যক্ত করে বলেন, অন্তত গাজীপুর পর্যন্ত বাস সার্ভিস পেলেও চাকরির পরীক্ষাগুলা দিতে আমাদের খুব সুবিধা হতো।

উল্লেখ্য, ঢাকামুখী বাস সার্ভিসের রুট বৃদ্ধিকরণ নিয়ে ইতঃপূর্বে গাজীপুর অ্যাসোসিয়েশন একাধিকবার নানাবিধ পদক্ষেপ হাতে নিলেও তার কোনোটিই ফলপ্রসূ হয়নি। 

ঢাকা, গাজীপুর, মাওনা, ভালুকাসহ ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের এই পাশ্ববর্তী অঞ্চলগুলো থেকে প্রতিবছর বিপুল পরিমাণে শিক্ষার্থী ভর্তি হয় নজরুল বিশ্ববিদ্যালয়ে। গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত এ অঞ্চলগুলোর মধ্যে বিশেষায়িত ছাড়া একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ই হলো ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয়। যে কারণেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত বাস সর্বদা এ বিশ্বিবদ্যালয়েরই ব্রান্ডিং ও পরিচয় বহন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাসমী বলেন, পরিবহন প্রশাসক হওয়ার আগে আমিও শিক্ষক ছিলাম। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে ঢাকামুখী যাতায়াতের সুব্যবস্থার প্রয়োজনীয়তা আমিও বুঝি। খুব দ্রুত এ ব্যাপারে প্রস্তাব উত্থাপনের মাধ্যমে আমি একটি পদক্ষেপ গ্রহণ করবো।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়   ক্যাম্পাস টু ঢাকা   বাস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু
লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিলনমেলা
বাড়ন্ত শিশুর রিকেট কেন হয়
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান
শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টের আসর

সর্বাধিক পঠিত

ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরামের সভাপতি ধ্রুব, সম্পাদক শান
দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশ, সড়কে বাতি লাগানো শুরু
কাউনিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝