রংপুরের কাউনিয়ায় নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮টায় থানা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় কালে উপজেলায় চুরি-ছিনতাই, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকান্ডসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল, রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু, উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, অনলাইন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক নিতাই চন্দ্র বর্মন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সহ-সভাপতি জুলহাস হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, মোকছেদ আলী, সজীব উদ্দিন, আতিকুল ইসলাম প্রমুখ।
এ সময় নবাগত ওসি উপজেলার অপরাধ দমনে ও আইনশৃংখলা সমুন্নত রাখতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অপরদিকে সাংবাদিকবৃন্দ অপরাধমূলক কার্যকলাপ বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।
কেকে/এএম