রংপুর রাইডার্সের বিপক্ষে ২৬ রানে হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এই আগ্রাসী আচরণের জন্য তামিমকে এক ডিমেরিট পয়েন্টসহ মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা যখন হাত মেলাচ্ছিলেন, তখন তামিম হেলসের দিকে তেড়ে যান। অভিযোগ রয়েছে, হেলস তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন, যা বরিশাল অধিনায়ক ভালোভাবে নেননি। উত্তেজিত তামিম হেলসকে উদ্দেশ্য করে বলেন, এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।
ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে তামিমের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ স্বীকার করায় শুনানির প্রয়োজন পড়েনি। তবে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
অ্যালেক্স হেলস একটি টিভি চ্যানেলে জানান, তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। তিনি বলেন, ম্যাচ হেরে তামিম সম্ভবত হতাশ ছিল। সে আমার কাছে এসে বলল, আমি যেন কিছু বললে সামনা-সামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি। সে আমার ২০২১ সালের নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে কথা বলেছে। এটা খুবই লজ্জাজনক।
কেকে/এএম