নাটোরের বড়হরিশপুর এলাকায় কেন্দ্রীয় মহাশ্মশানে ষাটোর্ধ তরুণ দাস (৬০) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। গত ২০ ডিসেম্বর রাতে অজ্ঞাত ব্যক্তিরা শ্বাসরোধ করে তরুণ দাসকে হত্যা করার পর তার মালামাল চুরি করে নিয়ে যায়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী সবুজ হোসেন (২৪) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন জানিয়েছেন, ২০ ডিসেম্বর রাতে সবুজ হোসেনসহ তার সহযোগীরা মহাশ্মশানে চুরি করতে যায়। তরুণ দাস তাদের দেখে ফেললে, তারা তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে এবং প্রায় ৪ মণ কাঁসা ও পিতলের মালামাল চুরি করে নিয়ে যায়।
এই ঘটনায় হত্যাকারী সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ভারতের গণমাধ্যমগুলো ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রচার করেছিল, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ছিল। পুলিশ তদন্তে নেমে হত্যার প্রকৃত রহস্য উন্মোচন করে।
নিহতের ছেলে তপু কুমার দাস থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
পুলিশ সুপার আরও জানান, তরুণ দাস মহাশ্মশানে শ্মশান প্রাঙ্গণে ২৫ বছর ধরে বসবাস করতেন, তবে তিনি শ্মশানের পুরোহিত বা পাহারাদার ছিলেন না। ঘটনাটি নিয়ে নানা অপপ্রচার চালানো হলেও, হত্যার প্রকৃত ঘটনা তদন্তে বেরিয়ে এসেছে।
কেকে/এএম