পাকিস্তানি ব্যান্ড কাবিশের ঢাকায় প্রথমবার কনসার্ট আয়োজন নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। ব্লুব্রিক কমিউনিকেশনসের উদ্যোগে কনসার্টটি ১০ ও ১১ জানুয়ারি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়। আয়োজকরা নতুন তারিখ ঘোষণা করেছেন—২৪ ও ২৫ জানুয়ারি।
এক ঘোষণায় আয়োজকেরা জানান, এই শীতে কাবিশ এবং তার প্রাণময় সুর আপনাদের অন্য এক ভুবনে নিয়ে যাবে। আগের তারিখ পরিবর্তন হওয়ায় দুঃখিত, তবে আশা করছি আপনাদের ভালোবাসা পাব।
কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে টিকিটভাই প্ল্যাটফর্মে।
প্রথম দিন (২৪ জানুয়ারি) কাবিশের পাশাপাশি মঞ্চ মাতাবে বাংলাদেশি ব্যান্ড লেভেল ফাইভ এবং শূন্য।
দ্বিতীয় দিন (২৫ জানুয়ারি) কাবিশের সঙ্গে যোগ দেবেন জনপ্রিয় সংগীতশিল্পী আরমিন মুসা, অর্ণব, এবং সুনিধি নায়েক।
প্রতিদিনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা।
কেকে/এএম