টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগ জামায়াতের সাথীদের ওপর সাদ পন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে তাদের দ্রুত গ্রেফতার ও বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহিদ মিনার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথমে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শহিদ মিনারে জমায়েত হয়। পরে উলামা মাশায়েখ ও তাবলীগের সাথীবৃন্দের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আড়াইআনী বাজার কালেমা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা পরিষদের সভাপতি মুফতি উবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম, গড়কান্দা মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, নালিতাবাড়ী মডেল মসজিদের ইমাম মাওলানা তবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের হামলায় ৪ জন শহিদ, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তিসহ নিষিদ্ধের দাবি জানান।
এছাড়াও তাদের কার্যক্রম বন্ধের দাবি করেন। দাবি মানা না হলে আরেও কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।
কেকে/এএম