রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
খোলাকাগজ স্পেশাল
মানসিকভাবে ফুরফুরে আছেন খালেদা জিয়া
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১০:১৪ এএম  (ভিজিটর : ১৭৪)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক দিক থেকে মানসিক অবস্থা অনেকটা ফুরফুরে আছেন। দীর্ঘদিন পর তিন নাতনিকে একসঙ্গে পেয়ে মানসিকভাবে চাঙ্গা বিএনপি প্রধান। গত বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত হাসপাতালে দাদির সঙ্গে বিছানার পাশে সময় কাটিয়েছেন বড় নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। তিন নাতনি (জায়মা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান) দাদির সঙ্গে সময় কাটাচ্ছেন। খালেদা জিয়া স্বাস্থ্যের নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। দুয়েকদিনের মধ্যে এগুলোর রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় লন্ডন থেকে মেডিকেল বোর্ডের একজন সদস্য এসব তথ্য জানান। তিনি বলেন, ম্যাডাম লম্বা জার্নি করার পরও অনেকটা সুস্থ আছেন। কারণ তিনি দীর্ঘদিন পর পরিবারের সান্নিধ্য পেয়েছেন। ভর্তির পর থেকে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে বিএনপি চেয়ারপারসনের। কয়েকটির রিপোর্টও এসেছে। এগুলো পর্যালোচনা করে ওষুধ দেওয়া হচ্ছে। আরো কয়েকদিন মেডিকেল বোর্ড আরও কিছু সিদ্ধান্ত নেবেন। যে উদ্দেশ্যে ম্যাডাম লন্ডনে এসেছেন সেই লিভার প্রতিস্থাপন করা যায় কি না। আরো উন্নত চিকিৎসায় বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কি না জবাবে তিনি বলেন, লন্ডন ক্লিনিকে অনেক উন্নতমানের চিকিৎসা হয়। এখানকার চিকিৎসকরা জগৎবিখ্যাত। মনে হয় না ম্যাডামকে অন্য কোথাও নেওয়ার প্রয়োজন পড়বে। তবুও বোর্ড সিদ্ধান্ত নিলে ব্যবস্থা নেওয়া হবে।

পরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক দৈনিক খোলা কাগজকে বলেন, আমি ও সংগঠনের সেক্রেটারি কয়সর এম আহমেদ সব সময় হাসপাতালে আছি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের একজন সদস্যসহ আমাদের তিনজনের হাসপাতালে প্রবেশাধিকার আছে। ম্যাডাম ছেলে ও নাতনিদের কাছে পেয়ে মানসিকভাবে বেশ চাঙ্গা আছেন এটা বোঝাই যাচ্ছে। হাসপাতালে প্রতিদিন ছেলে তারেক রহমান ও দুই পুত্রবধূ আসার যাওয়ার মধ্যে আছেন। ডা. জুবাইদা রহমান বাসা থেকে শাশুড়ির জন্য রান্না করে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ী তিনি প্রতিদিন খাবার পরিবেশন করছেন। তিন নাতনি (জায়মা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান) দাদির সঙ্গে সময় কাটাচ্ছেন।

বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত হাসপাতালে ছিলেন বড় নাতনি জায়মা রহমান। তিনি তো ম্যডামের কলিজার টুকরা। কারণ তাকে সাত বছর পর দেখেছেন। ম্যাডামের প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে ঢাকায় কয়েকবার গিয়েছিলেন। তাদের সঙ্গে ম্যাডামের আগেও দেখা হয়েছে।

তিনি জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ২৪ ঘণ্টা হাসপাতালে থাকছেন। মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা রাত ১০-১১টার পর বাসায় চলে গেলেও প্রতিদিন হাসপাতালে থেকে যান ডা. জাহিদ। চিকিৎসক ও সফরসঙ্গীরা হাসপাতালের পাশেই হোটেল থাকছেন।

স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট, ইন্টারন্যাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্টসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তারা আরো কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী ইতোমধ্যে কিছু পরীক্ষা করা হয়েছে।

বৃহস্পতিবার লন্ডনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আগামী দু-এক দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর্ব শেষ হবে। বড়দিন উপলক্ষে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক এখনো ছুটিতে আছেন। তারা এসে খালেদা জিয়াকে দেখবেন। সে অনুযায়ী তার চিকিৎসা পদ্ধতি কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশ থেকে আসা চিকিৎসা বোর্ডের সদস্যরাও আছেন। তারাও ওনাদের (দ্য ক্লিনিকের চিকিৎসকদের) সঙ্গে আলোচনা ও পরামর্শ করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি ও খালেদা জিয়ার নাতনিরা সার্বক্ষণিক পাশে থেকে তার মানসিক একাকিত্ব ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

এর আগে গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়াকে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি রয়েছেন। ভর্তির পর প্রথম দিন বুধবার ডাক্তাররা তার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা দেন। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। তাকে অনেকদিন পরিবারের কাছের সদস্যদের থেকে দূরে রাখা হয়েছে। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি-খুশি আছেন। সবার সঙ্গে খুনসুটি করছেন। পরিবারের সবাই রুটিনমাফিক আসা-যাওয়া করছেন।

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা:  
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে কাতার-বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তিনি। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব লেখেন তারেক রহমান।

ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। তারেক রহমান আরো বলেন, আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এ সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ।

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  মানসিকভাবে ফুরফুরে আছেন   খালেদা জিয়া   তারেক রহমান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের পরও বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
জমি সংক্রান্ত বিরোধে চিত্র নায়িকা দিতির বাড়িতে হামলা, আহত-২

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝