মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এর আগে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হলেও এখন দুই স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অদুদ বেপারি (৩৫) ও নাঈম (৩০)। তাদের বাড়ি গজারিয়ার উপজেলার গুয়াগাছিয়ায়। ধারনা করা হচ্ছে হতাহতরা কুখ্যাত নৌডাকাত নয়ন বাহিনীর সক্রিয় সদস্য। তারা অবৈধ বালুমহাল পরিচালনার কাজে নিয়োজিত ছিল। নিহতদের মধ্যে অদুদ বেপারি নৌডাকাত নয়ন বাহিনীর সেকেন্ড-ইন- কমান্ড পিয়াসের বড়ভাই বলে জানা গেছে।
গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো আলামিন বলেন, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দুই জন নিহত হয়। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিল।
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সায়মা আক্তার জানান, ‘আমাদের হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা যায়। আমরা প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাদের মৃত ঘোষণা করি। অপরজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কুয়াশার কারণে নৌযানের একটি অপরটিকে দেখতে পায়নি। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনও বিস্তারিত তদন্ত চলছে।
কেকে/এমএস