গাজীপুরের টঙ্গীতে ভুয়া পুলিশ অফিসার পরিচয়দানকারী এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে স্থানীয় বড় দেওড়া আদর্শ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি জ্যাকেট, একসেট ইউনিফর্ম, কাভারসহ একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার,একটি ইউনিফর্মের বেল্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মাসুদ (২৯)। সে নওগাঁ জেলার আত্রাইল থানার পবন ভাংগা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাসুদ দীর্ঘদিন যাবৎ টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া আদর্শপাড়া এলাকায় পুলিশ অফিসার পরিচয় দিয়ে বসবাস করে আসছিল। সংবাদের ভিত্তিতে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকার কথা স্বীকার করে। পুলিশ পরিচয় সে কোনো অপকর্ম করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবিবুর রহমান বলেন, গ্রেফতারকৃত ভুয়া পুলিশ পরিচয় দানকারী যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এএম