সিরাজগঞ্জের তাড়াশে গাছ থেকে পড়ে ফরহাদ হোসেন (৪৮) নামের এক গাছীর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে তাড়াশ-রানিরহাট আঞ্চলিক সড়কের বেরখালি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গাছি উপজেলার সগুনা ইউনিয়নের দিঘিসগুনা গ্রামের মসির সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, গাছি ফরহাদ হোসেন দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের শশুরবাড়ি থেকে বিভিন্ন কৃষিকাজসহ গাছ কাটার কাজ করতেন। পরে শনিবার তিনি প্রতিদিনের ন্যায় সকালে গাছ কাটার জন্য বেরখালি নামক এলাকায় গাছ উঠে গাছের ডাল কাটার সময় পড়ে যায়।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে মারা যান
দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার আলী জানান, নিহত ফরহাদ আমার ভগ্নিপতি। তিনি গাছের ডাল ভেঙে পড়ে গিয়ে মারা গিয়েছেন।
কেকে/এএম