নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করা হয়েছে।
শুক্রবার(১০ জানুয়ারি) নেত্রকোনার দুর্গাপুর থানায় নিহত ৪৮ বছর বয়সী পুলিশ রফিকুল ইসলামের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। বৃহস্পতিবার(৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলে এ ঘটনা ঘটে বলে জানান দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া। পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কবজির নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
কেকে/এআর