‘চলো পাংশা এক সাথে, দাঁড়াও তোমার পাংশার পাশে’ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় সেচ্ছাসেবী সংগঠন “ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন” এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর শিকদারের সভাপতিত্বে ও খন্দকার নাসিম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা।
তিনি তার বক্তব্যে বলেন, পাংশাতে যোগদানের পর থেকে ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের কার্যক্রম আমার চোখে পড়ে। এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনে যারা কাজ করছে তারা নিঃস্বার্থভাবে কাজ করছে। তাদের কোনো চাওয়া পাওয়া নাই। তাদেরকে সাথে নিয়ে বেশকিছু কাজ করেছি। তার মধ্যে অন্যতম পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ডে একটি জরাজীর্ণ যাত্রী ছাউনিকে ব্যবহার উপযোগী করে তোলা। তাদেরকে সাথে নিয়ে শীতবস্ত্র বিতরণ করেছি। তাদের সকল ভালো কাজকে আমি সাধুবাদ জানাই। সেই সাথে ভবিষ্যতে ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের সকল কার্যক্রমে পাশে থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক, পাংশা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনের উপদেষ্টা মো. হাফিজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ডা. শাকিল মাহমুদ, নিউরো ক্লিনিকের ম্যানেজার মিলন হাসান, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় কয়েকজন রক্তদাতা তাদের রক্তদানের অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নূন্যতম ২০ বার যারা রক্তদান করেছেন সেই সকল রক্তদাতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।
কেকে/এএম