নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী সোনাপুর ও কুমারখালি গ্রামের এলাকাবাসী আওয়ামী লীগ কর্মী মো. জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় সোনাপুর আঞ্চলিক সড়কে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। জিয়াউল হক জিয়া সোনাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জিয়াউল হক জিয়া দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়ে আসছেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, জিয়া বিভিন্ন সময়ে নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তিনি মারধর ও প্রাণনাশের হুমকি দেন।
এলাকাবাসীর অভিযোগ, জিয়ার হিংস্র আচরণের কারণে নারীরা বাড়ি থেকে বের হতেও ভয় পান।
নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক জিয়ার কর্মকাণ্ডকে অস্ত্রধারী সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে তার দমন কার্যক্রম চালানোর দাবি জানান।
সিংড়া থানার অফিসার ইনচার্জ মো. আসমাউল হক জানিয়েছেন, নির্দিষ্টভাবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিয়াউল হক জিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
কেকে/এএম