শনিবার, ১১ জানুয়ারি ২০২৫,
২৮ পৌষ ১৪৩১
বাংলা English

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
শিরোনাম: আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব       যুক্তরাষ্ট্রের আগুন আরও লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা      কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল      ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে পলাতক আ.লীগ নেতা      ভ্যাট আরোপের নয়া সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে সরকারকে: আখতার হোসেন      রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখাগুলো দেশের ভাবমূর্তি নষ্ট করে: পররাষ্ট্র উপদেষ্টা      তারেক রহমানসহ ৩ জনকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ      
জাতীয়
চিত্রশিল্পী মাহমুদুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৬:১৫ পিএম  (ভিজিটর : ৩০)
চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হক।

চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হক।

দেশের চারুশিল্প আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বাগেরহাটের রামপালের শ্রীফলতলায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নানা আয়োজন করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে মাহমুদুল হকের স্মরণে তার প্রিয় প্রতিষ্ঠান ‘আমাদের গ্রাম’ ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসন, পরিবার, শুভানুধ্যায়ী এবং তার ভক্তরা সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। স্মরণসভায় বক্তারা তার জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন এবং দেশের চারুশিল্পে তার অবদান স্মরণ করেন।

১৯৪৫ সালে জন্ম নেওয়া মাহমুদুল হক ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জাতীয় জাদুঘরের মহাপরিচালকসহ চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ছাপচিত্র বিভাগ ও জাতীয় চিত্রশালা আন্তর্জাতিক মানে উন্নীত হয়।

দেশ-বিদেশে ৩৯টি একক এবং বহু যৌথ প্রদর্শনীতে তার শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। তার শিল্পকর্মে প্রকৃতি, মানবিক অনুভূতি ও সামাজিক বাস্তবতার অসাধারণ প্রতিফলন পাওয়া যায়।

মাহমুদুল হক তার সৃজনশীল দক্ষতার জন্য ২০১৯ সালে জাপানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অব দ্য রাইজিং সান লাভ করেন।

এছাড়া জাপানের সুচিউরা সিটি শ্রেষ্ঠ চিত্রকলা পুরস্কার, ১৯৯২ সালে ১০ম জাতীয় শিল্পকলা প্রদর্শনীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, ১৯৯৩, ১৯৯৫ ও ১৯৯৭ সালে টানা তিনবার এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে সম্মানসূচক পুরস্কার, কুয়েত আন্তর্জাতিক দ্বিবার্ষিক প্রদর্শনীতে দ্বিতীয় পুরস্কার অর্জন ও এসএম সুলতান ফাউন্ডেশনের সুলতান পদকসহ দেশে বিদেশে অনেক পদক ও পুরস্কার লাভ করেন।

তার চিত্রকর্ম জাতীয় জাদুঘর ও জাতীয় চিত্রশালাসহ আন্তর্জাতিক বিভিন্ন গ্যালারিতে স্থায়ীভাবে স্থান পেয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ জানুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহমুদুল হক। তার মৃত্যু দেশের চারুশিল্পাঙ্গনে অপূরণীয় ক্ষতি বয়ে এনেছে। তাকে পরদিন তার গ্রামের বাড়ি রামপালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দশমিনায় হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব
দক্ষিণখানের কিশোর গ্যাং লিডার খোকনের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রের আগুন আরও লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা
কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল

সর্বাধিক পঠিত

চোরাই গরুর মাংস দিয়ে বিএনপি কর্মীদের ভুড়িভোজ, গ্রেফতার ২
গাছ থেকে পড়ে গাছীর মৃত্যু
কেরানীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বন্ধু গ্রেফতার
টঙ্গীতে ভুয়া পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার
ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝