কেরানীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বন্ধু গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৬:২৮ পিএম (ভিজিটর : ১২৪)
ছবি: প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আলামিন ওরফে বাহাদুর (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাহাদুর কেরানীগঞ্জের নারায়ণ পট্টি এলাকার মৃত ধানু মিয়ার ছেলে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ৯ অক্টোবর কেরানীগঞ্জের কলাতিয়া বেলনা সুইচগেট নিশানবাড়ি সড়কে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গলায় গামছা বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ হয়। নিহতের পরিচয় শনাক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ডে জড়িত বাহাদুরকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নিহত রকি ও গ্রেফতার বাহাদুর একে অপরের বন্ধু ছিলেন। মাদকের জন্য অর্থ সংগ্রহ করতে বাহাদুর তার বন্ধুকে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান।
কেকে/এএম