মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. সুজায়েত হোসেন, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা তন্বী।
শুক্রবার (১০ জানুয়ারি) বাঁধন মাভাবিপ্রবি ইউনিট ২০২৪ কার্যকরী পরিষদ কর্তৃক আয়োজিত দিনব্যাপী চড়ুইভাতি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জোনাল প্রতিনিধি মেহেদী হাসান সাকিব, সহ-সভাপতি সাদিয়া সুলতানা তমা ও আসাদুজ্জামান জোসেফ, সহ-সাধারন সম্পাদক রাহুল কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক মাছুমা কানিজ ইতু,সহ-সাৎগঠনিক সম্পাদক রমন গোয়ালা, কোষাধ্যক্ষ মো. অন্তর, দপ্তর সম্পাদক অনিক পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক চঞ্চল সাহা, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক বিথী সাহা, নির্বাহী সদস্য সানিউর রহমান,অজয় ভৌমিক, মাসুদ রানা মাসুদ,আফসানা আক্তার শ্রান্তি, মো. সাব্বির হোসেন।
নবনির্বাচিত সভাপতি মো. সুজায়েত হোসেন বলেন,একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন এই স্লোগানকে সামনে নিয়েই বাঁধনের পথ চলা। বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া। আমি প্রথমেই কার্যকরী পরিষদ -২০২৪ কে ধন্যবাদ জানাচ্ছি আমার উপর তাদের আস্থা রাখার জন্য এবং তার সাথে অভিনন্দন জানাচ্ছি নতুন কার্যকরী পরিষদ -২০২৫ দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যদের। বাঁধনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাঁধন, মাভাবিপ্রবি ইউনিট ২০১৬ থেকে যেভাবে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে আমিও সর্বোচ্চ চেষ্টা করব সকলকে নিয়ে বাঁধনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়নে।
সাধারণ সম্পাদক শারমিন সুলতানা তন্বী বলেন, বাঁধনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ করন, এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সাধারণ মানুষকে বিশুদ্ধ রক্তের সরবরাহ করা। বাঁধন, মাভাবিপ্রবি ইউনিটের ২০২৫ কার্যকরী পরিষদ তার যাত্রা শুরু করতে যাচ্ছে। সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি যেন সবাইকে সাথে নিয়ে বিনামূল্যে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের সহায়তা করতে পারি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন, মাভাবিপ্রবি ইউনিটের শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. আশরাফ হোসাইন তালুকদার , অধ্যাপক ড. মুহাম্মদ আজিজুল হক, ড. মো. দেলোয়ার জাহান মলয়, মো. সাহাবুল হোসেনসহ সংগঠনের ছাত্র উপদেষ্টা, কর্মী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
কেকে/এএম