বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে ২শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই কাজে সহায়তা করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক।
শনিবার (১১ জানুয়ারি) সকালে বাকৃবি ছাত্র-শিক্ষক কমপ্লেক্সের সেমিনার কক্ষে এই কর্মসূচি আয়োজন করা হয়।
কুমিল্লা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবদুল মোমেন মিয়া, আইএফআইসি ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক আমানউল্লাহ খান, কুমিল্লা জেলা সমিতির শিক্ষকবৃন্দ, প্রক্টরিয়াল বডি এবং অর্ধশতাধিক শিক্ষার্থী।
উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া জানান, শীতার্তদের কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। এই ধরনের কাজে শিক্ষার্থীদের সাধুবাদ জানায়। বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষার স্থান নয় বরং এটি মানবিক গুণাবলির বিকাশ ঘটানোর একটি প্ল্যাটফর্ম।
কেকে/এএম