অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চিকিৎসায় মাইলফলক হবে সিলেট কিডনি ফাউন্ডেশন। এই ১৫০ শয্যার হাসপাতাল বিশেষ করে ভূমিকা রাখবে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায়।
শনিবার (১১ জানুয়ারি) সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, ২০১৮ সাল থেকে তারা একটি ভাড়া ভবনে চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি অন্য রোগীদেরও চিকিৎসা দিয়েছেন। এই হাসপাতাল গড়ার পেছনে যারা সংযুক্ত আছেন সবাই আমার পরিচিত। হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে আমি স্বাগত জানাই। ব্যস্ততার কারণে সরাসরি অংশ নিতে না পারলেও ভবিষ্যতে আসার চেষ্টা থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, রাজনৈতিক দলগুলো গভীর উপলব্ধির সাথে গণতন্ত্রের প্রকাশ্য চর্চা না করে ৫ আগস্টের অরাজকতার দিকে ধাবিত হলে তার দায়ভার তাদেরই নিতে হবে। তিনি বলেন, সরকার বেকায়দায় নেই। কারণ দেশের জনগণের চোখ খুলে গেছে। অর্ন্তবর্তী সরকার তার আসার কারণ ও কাজ সর্ম্পকে অবগত। তবে জুলাই বিপ্লবের কাছ থেকে শিক্ষা না নিয়ে রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রের চর্চার বদলে ৫ আগস্টের মতো অরাজকতার দিকে এগিয় যায় তাহলে এর দায়ভার তাদেরই নিতে হবে।
আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। এর আগে এক ভিডিও বার্তায় সিলেটে নতুন প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে বক্তব্য দেন, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান (বীর উত্তম), অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব) প্রমুখ।
কেকে/এএম