শতাধিক পণ্যের ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে ভ্যাট, শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধের প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
এ সময় আখতার হোসেন বলেন, আইএমএফের শর্ত মানতে গিয়ে এমন কিছু করা যাবে না, যেন সরকারের ওপর মানুষ আস্থা হারায়।
নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, বিএনপির এমন বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করেন তিনি। বলেছেন, তড়িঘড়ি করে নির্বাচনের মধ্যে যাওয়া ঠিক হবে না। বরং একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন আখতার হোসেন।
এছাড়া, জুলাই ঘোষণাপত্র জারির সময় নির্ধারণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নাগরিক কমিটির সদস্য সচিব।
কেকে/এইচএস