মাদক সেবন, শৃঙ্খলা ভঙ্গ ও হলের সুষ্ঠু পরিবেশ নষ্টের অভিযোগ ও সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৮৩১ নাম্বার রুমের চার শিক্ষার্থীর হলের আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে মাদক সেবনের অভিযোগে হলের ৮৩১ নাম্বার রুমে অবিযান চালায় বঙ্গবন্ধু হলের হল প্রশাসন। অভিযানকালে সুস্পষ্ট প্রমাণ সহ চারজন শিক্ষার্থীকে হাতেনাতে ধরে তারা।
এরই প্রেক্ষিতে শনিবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষের কার্যালয় থেকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ ও হল অভ্যন্তরে সুষ্ঠু পরিবেশ বিনষ্ঠের অভিযোগ ও সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৮৩১ নম্বর কক্ষের ৪ জন শিক্ষার্থীর আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করা হলো।
উল্লেখ্য, উপর্যুক্ত শিক্ষার্থীদের আগামী ৭ দিনের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
কেকে/এএম