পটুয়াখালীর দশমিনায় হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী জাহাঙ্গীর মাতুব্বরকে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ ও র্যাবের যৌথ একটি দল।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ওই আসামীকে রাজধানীর লালবাগ থানা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় নিশ্চিত করেছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম।
সূত্র জানায়, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী গ্রামে গত ৮ নভেম্বর সকাল ৮টার দিকে লাল মিয়ার ধান ক্ষেতে গরু চড়িয়ে নষ্ট করে জাহাঙ্গীর। এ ঘটনা লাল মিয়া জাহাঙ্গীরকে জিজ্ঞেস করে। এতে তর্ক বিতর্কের সৃষ্টি হলে পরে জাহাঙ্গীর, রাকিব ও রাহাত সহ অজ্ঞাত ৪/৫ জন তাকে উপর্যুপরি কুপিয়ে পায়ের গোড়ালির রগ কেঁটে দেয়।
এ ঘটনায় ওই দিনই লালমিয়া বাদী হয়ে দশমিনা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১১ নভেম্বর মামলাটি এজাহার হিসেবে গণ্য করা হয়। গ্রেফতার জাহাঙ্গীর ওই গ্রামের মৃত্যু আফসের মাতুব্বরের ছেলে।
জানা যায়, এরপর থেকেই আসামীরা পলাতক থাকে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে দশমিনা থানা পুলিশ ও র্যাব-১০ এর একটি দল মামলার প্রধান আসামী জাহাঙ্গীরকে ঢাকা থেকে গ্রেফতার করে ঐ রাতেই দশমিনা থানায় নিয়ে আসে।
ওসি বলেন, গত ১১ নভেম্বর ৩জন সহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা রুজু করা হয়। সেই থেকে আসামীরা পলাতক রয়েছে।
গ্রেফতার আসামীকে শনিবার আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে, জানান ওসি।
কেকে/এএম