দেশের প্রথম নারী হেভিমেটাল গিটারিস্ট নিশাত আনজুম, যিনি 'দ্য মেটাল কুইন' নামে পরিচিত, বর্তমানে পারিবারিক জটিলতার মধ্যে রয়েছেন। সম্প্রতি থাইল্যান্ডের পাতায়া বিচে তোলা বিকিনি পরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় শুরু হয় তুমুল সমালোচনা। এর জেরে অভিভাবকরা তাকে বাসা থেকে বের করে দিয়েছেন বলে জানা গেছে।
থার্টি ফার্স্ট উদযাপন উপলক্ষ্যে থাইল্যান্ড ভ্রমণে গিয়ে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেন নিশাত। এর মধ্যে বিকিনি পরা ছবি নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কেউ তার সাহস ও সৌন্দর্যের প্রশংসা করলেও, অধিকাংশই সমালোচনায় মুখর হন।
বিতর্কের কারণে পারিবারিক চাপের মুখে অভিভাবকরা নিশাতকে বাসা ছাড়তে বাধ্য করেছেন। ঘটনার সত্যতা নিশাত গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন। তবে থাইল্যান্ড সফর ও সফরের সঙ্গীদের নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
সম্প্রতি মুক্তি পাওয়া নিশাতের নতুন অ্যালবাম ‘বয়কট’ ইতোমধ্যেই শ্রোতামহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে পারিবারিক সংকটের কারণে অ্যালবামটির প্রচারণায় অংশ নিতে পারছেন না নিশাত।
২০১৪ সাল থেকে রক ও মেটাল ঘরানায় গিটার বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন নিশাত আনজুম। অল্প সময়ে সঙ্গীত জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।
নিশাত বর্তমানে পারিবারিক ও সামাজিক চাপে থাকলেও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলতে রাজি হননি। তবে ভক্তরা আশা করছেন, সমস্ত বিতর্ক কাটিয়ে দ্রুতই গানে ফিরবেন এই মেটাল কুইন।