রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম      এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে পরিপত্র জারি      ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫      সরকার সম্ভবত লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে: তারেক রহমান      বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয় ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে      আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আবদুল কাইয়ূম      পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       
প্রিয় ক্যাম্পাস
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্সের অগ্রগতি বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন শুরু
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১০:১১ পিএম  (ভিজিটর : ১৪২)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে দুই দিনব্যাপী ‘লাইফ সায়েন্সের অগ্রগতি বিষয়ক ৩য় আর্ন্তজাতিক সম্মেলন’ শুরু হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দুইদিন ব্যাপী আর্ন্তজাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হোসাইন উদ্দিন শেখর।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. আব্দুল-আউয়াল এবং জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

সভাপতিত্ব করেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

সম্মেলনে স্বাগত বক্তৃতা করেন কনফারেন্সের আহ্বায়ক ও মাভাবিপ্রবির লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক।

বক্তব্যে বক্তাগণ বলেন, লাইফ সায়েন্স মানবজাতির অগ্রগতি ও কল্যাণে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। জীবনের মূল রহস্য উদ্ঘাটন, স্বাস্থ্য সেবা উন্নয়ন, এবং পরিবেশ সংরক্ষণে লাইফ সায়েন্সের অবদান অনস্বীকার্য। আজকের এই সম্মেলন শুধু জ্ঞান বিনিময়ের একটি মাধ্যম নয়, এটি একটি প্ল্যাটফর্ম যেখানে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে মানব সভ্যতাকে আরও সমৃদ্ধ করার পথ উন্মোচিত হবে।

বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং নানা চ্যালেঞ্জ, যেমন রোগ প্রতিরোধ, পরিবেশ বিপর্যয় এবং খাদ্য নিরাপত্তা এসব ক্ষেত্রে লাইফ সায়েন্স নতুন দিকনির্দেশনা দিচ্ছে। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ক্যান্সার, ডায়াবেটিস, এবং সংক্রামক রোগের মতো বহু জটিল সমস্যার সমাধান ইতোমধ্যে বেরিয়ে এসেছে। একই সঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, এবং সেল থেরাপির মতো ক্ষেত্রে আমাদের অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত।

বক্তাগণ আরও বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ গবেষকরা প্রতিনিয়ত নতুন আবিষ্কার এবং উদ্ভাবনের মাধ্যমে দেশের গৌরব বৃদ্ধি করছে। বক্তাগণ আশা করেন, এই সম্মেলনে উপস্থিত বিজ্ঞানী এবং গবেষকরা তাদের কাজের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবেন এবং আমাদের দেশের পাশাপাশি বিশ্বকে আরও উন্নত ও সমৃদ্ধ করে তুলবেন।

বক্তাগণ বলেন, গবেষণা ও উদ্ভাবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এই সম্মেলন সেই সহযোগিতার একটি মাইলফলক হয়ে থাকবে।

এই সম্মেলনে আমেরিকার ইউনিভার্সিটি অব নিউ ম্যাক্সিকোর অধ্যাপক ড. জিয়ারত হোসাইন, জেনোফ্যাক্স অস্ট্রেলিয়ার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো এবং নেপাল থেকে ৭ জন গবেষক অংশগ্রহণ করবেন।

এছাড়া ফিলিপাইন থেকে ৫টিসহ দেশী-বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের সর্বমোট ৫৩০টি গবেষণাপত্র জমা পড়ে। এর মধ্য থেকে ৪৮৮টি পেপার গৃহীত হয়। সম্মেলনে প্রায় ৮০০ জন গবেষক রেজিস্ট্রেশন করেন।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কোহলির সেঞ্চুরিতে উড়ে গেল পাকিস্তান
পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম
ভাতিজার বাসর ঘর ভাঙায় চাচাকে জুতাপেটা
শ্রীমঙ্গলে সাতপীরের ভুয়া মাজার নিয়ে প্রতারণার অভিযোগ
নারায়ণগঞ্জে মামলায় ফাঁসানোর অভিযোগ বিএনপি নেতার

সর্বাধিক পঠিত

সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
বিদ্যালয়ে না গিয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
টঙ্গীতে আ.লীগের নেত্রীসহ পাঁচজন গ্রেফতার
পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝