রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উত্তর কোরিয়ার দুই সৈন্যকে আটক করার দাবি করেছে ইউক্রেন সেনারা।
শনিবার (১১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেন উত্তর কোরিয়ার সৈন্যদের জীবিত আটকের ঘোষণা দিল।
এর আগে গত অক্টোবরে উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছিল। কিয়েভ এবং তার পশ্চিমা মিত্রদের মতে, প্রাথমিকভাবে তাদের সংখ্যা ১০ হাজার বা তার বেশি বলে তাদের ধারণা।
সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে জেলেনস্কি বলেছেন, সৈন্যদের কিয়েভে আনা হয়েছে এবং তারা দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার সাথে যোগাযোগ করছেন।
জেলেনস্কি আরো জানান, সকল যুদ্ধবন্দির মতো এই দুই উত্তর কোরিয়ার সৈন্যও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পাচ্ছেন। সাংবাদিকদেরকেও তাদের সাথে কথা বলার সুযোগ দেয়া হবে।
এদিকে কিয়েভ বলছে উত্তর কোরিয়ার সৈন্যরা কুরস্ক অঞ্চলে লড়াই করছে, যেখানে আগস্টে ইউক্রেন অনুপ্রবেশ শুরু করেছিল। তারা এখনও সেখানে কয়েকশ বর্গকিলোমিটার অঞ্চল নিয়ন্ত্রণ করছে বলে জানায় দেশটি।
এছাড়া কিয়েভ এবং তার পশ্চিমা মিত্রদের দাবি পিয়ংইয়ং রাশিয়াকে বিপুল পরিমাণে আর্টিলারি শেল সরবরাহ করছে।
কেকে/এমএস