স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে তাতে বাধা দেবে বাংলাদেশ।
রোববার (১২ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের বিভিন্ন জায়গায় ভারত আন্তার্জাতিক আইন লঙ্ঘন করে কাটা তারের বেড়া নির্মাণ করছে। এ কর্মকাণ্ডে বাধা দেবে বাংলাদেশ। শক্ত অবস্থানে থাকবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
তিনি বলেন, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে, এর ফলে শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো অবকাঠামো ও তৎপরতা চালাতে পারবে না ভারত।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময় করা সীমান্তে যেসব অসম চুক্তি রয়েছে, তা বাতিল করা হবে।
এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
কেকে/এইচএস