পাবনার ভাঙ্গুড়ায় বসত ঘরে আগুন লেগে আব্দুল হামিদ (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত. বেলাত সরদারের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী ছিলেন আব্দুল হামিদ। তাই তিনি ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। গতকাল রাত ১২টায় একটি ঘরে আগুন লাগে। এ সময় প্রতিবেশীরা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। মুহূর্তের মধ্যে আগুন তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী অনেক চেষ্টা করে আগুন নিভায়। তবে তার আগেই সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। ঘুমিয়ে থাকা আব্দুল হামিদ দগ্ধ হয়ে ঘরেই মারা যান।
খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মোত্তালিব বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে এক ব্যক্তিসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কেকে/এমএস