কক্সবাজারের চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় আবু ছালাম (৫৫) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এছাড়াও ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে বলে স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে।
শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় মালুমঘাট কাঁচা বাজারের বেশ কিছ দোকন শেড় ভাংচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন। ঘটনার পরে মালুমঘাট স্টেশন ও বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায়।
আহত আবু ছালাম ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় মালুমঘাট ডুমখালী এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন জানায়, ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিজার্ভ পাড়া ও ডুমখালী এলাকায় ইতিমধ্যে দুটি খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের লোকজনকে আসামী করা হয়। এক পক্ষের রোষানলে পড়ে অপর পক্ষের লোকজনকে আসামী করার ঘটনা নিয়ে এই হামলা ও সংঘর্ষের ঘটনাটি ঘটে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেকে/এমএস