পিলখানা হত্যাকাণ্ড মামলায় নিরপরাধ বিডিআরদের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকা জেলা বিডিআর কল্যাণ পরিষদ।
রোববার (১২ জানুয়ারি) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধনে উত্থাপিত ৩দফা দাবির মধ্যে রয়েছে- ১.পিলখানা হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তাদের হত্যার পেছন দায়ীদের চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ২. চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্ত করা ব্যক্তিদের পুনর্বহাল এবং তাদের সরকারি সুবিধা যেমন রেশন, বেতন ভাতা এবং পদোন্নতি নিশ্চিত করা। ৩.তদন্ত কমিশনকে নিরপেক্ষভাবে এবং ভয় ছাড়াই কাজ করার অনুমতি দেওয়ার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ধারা ২ এর (ঙ) অপসারণ করা।
মানববন্ধনে সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানের পরও পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবি করা দুঃখজনক। এখনো বিচারের জন্য শাহবাগ এবং রাজু ভাস্কর্যে দাঁড়াতে হয়। বিডিআর সদস্যদের নিয়ে আর তালবাহানা করা ঠিক হবে না।’
তিনি বলেন, দাবি আদায়ে শীঘ্রই বড় পরিসরে আন্দোলন শুরু করা হবে। আগামীর কর্মসূচিতে সকল বিডিআর সদস্য ও তাদের পরিবারকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। এর আগে গত ৯ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক মাহিন সরকার।
কেকে/এমএস