মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫,
১৮ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
স্বাস্থ্য
বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হলো এইচএমপিভি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৩:৫৪ পিএম আপডেট: ১২.০১.২০২৫ ৪:৩৭ পিএম  (ভিজিটর : ২০০)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপান, মালয়েশিয়া ও ভারতের পর এবার বাংলাদেশেও শনাক্ত হয়েছে চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। আক্রান্ত রোগী একজন নারী, যার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

রোববার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর দেহে এইচএমপিভি শনাক্ত হয়েছে বলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে জানা গেছে। আক্রান্ত ব্যক্তি একই সঙ্গে ক্লেবসিয়েলা নিউমোনিয়া রোগেও ভুগছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানিয়েছেন, এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয়। বাংলাদেশে এর উপস্থিতি আগেও পাওয়া গেছে এবং এটি নিয়ে ভয়ের কিছু নেই। তিনি বলেন, এই ভাইরাসটি প্রতিবছরই ২-৪ জনের মধ্যে শনাক্ত হয়। তবে এবছর নতুন করে এটি আলোচনায় এসেছে।

২০০১ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এই ভাইরাস শনাক্ত হয়, যদিও বিশেষজ্ঞরা মনে করেন, এটি আরও আগে থেকেই মানুষের মধ্যে সংক্রমিত হয়ে আসছে। এমনকি ১৯৫৮ সাল থেকেই এই ভাইরাসের উপস্থিতি থাকার প্রমাণ পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, এই ভাইরাসে আক্রান্ত হলে ব্রংকাইটিস, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের মতো অসুখ হতে পারে। তবে এটি সাধারণত শিশু, বয়স্ক মানুষ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়।

এইচএমপিভি সংক্রমণের জন্য এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল থেরাপি নেই। উপসর্গভিত্তিক চিকিৎসাই একমাত্র ভরসা। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মানুষের মধ্যে এই ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, যা করোনাভাইরাসের মতো ব্যাপক সংক্রমণ রোধে সক্ষম।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভাইরাস নিয়ে নতুন করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি বাংলাদেশে বহু বছর ধরেই উপস্থিত, কিন্তু তেমন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করেনি। তবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের ক্ষেত্রে সংক্রমণ গুরুতর হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে চীনে এই ভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ে। এরপর এটি জাপান, মালয়েশিয়া ও ভারতে ছড়িয়ে পড়ে।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  এইচএমপিভি   করোনাভাইরাস   চীন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা
ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪
ঈদ শেষে মেট্রোরেল চলাচল শুরু
ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ

সর্বাধিক পঠিত

শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ
মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস বিক্রি
লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫
পবিত্র ঈদুল ফিতরে ইসলামী আন্দোলনের খাদ্য বিতরণ
স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি: তারেক রহমান

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close