লাখাই উপজেলায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম রহিমের নেতৃত্বে বিশাল মিছিল বের করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) আয়োজিত এ সম্প্রীতি সমাবেশে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের অংশগ্রহণে মিছিলটি এক অনন্য উদ্দীপনা সৃষ্টি করে।
সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি ছিলেন -বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সেতু।
জাহিদুল ইসলাম রহিমের নেতৃত্বে আসা মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে জাহিদুল ইসলাম রহিম তার বক্তব্যে বলেন, যুবদলের এ বিশাল মিছিল ও সম্প্রীতি সমাবেশের উদ্দেশ্য হলো ঐক্যকে আরও দৃঢ় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করা।
কেকে/এএম