যুক্তরাষ্ট্রের বিলাসবহুল শহর লস অ্যাঞ্জেলেস হঠাৎই ভয়াবহ দাবানলের শিকার হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় লাখো মানুষ। দাবানলের আগুন রূপালি পর্দার তারকাদের বসতবাড়িও রেহাই দেয়নি। হলিউড থেকে বলিউড, একাধিক তারকার বাড়ি এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দাবানলের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, তার চোখের সামনে একের পর এক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, যা একসময় তার কল্পনারও বাইরে ছিল।
প্রীতি লিখেছেন, দুঃস্বপ্নেও ভাবিনি এমন দিন দেখতে হবে লস অ্যাঞ্জেলেসে। যেখানে একের পর এক বাড়ি পুড়েছে। লোকদের বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হচ্ছে।
তিনি আরও জানান, আকাশ ধূসর-কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সারাক্ষণ মনে ভয় ছিল—এই দমকা হাওয়া যদি না কমে, তাহলে কী হবে আমার শিশু সন্তানদের এবং বাড়ির বয়স্কদের?
প্রীতি জানান, তার পরিবার এখন নিরাপদে আছে। তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা এখন নিরাপদে আছি, তবে গত কয়েক ঘণ্টায় যা দেখেছি তা অবিশ্বাস্য।
দাবানলে শুধু প্রীতি জিনতাই নয়, আরও অনেক তারকার বাড়ি ধ্বংস হয়েছে। হলিউডের একাধিক তারকা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দাবানলের তাণ্ডবের পর লস অ্যাঞ্জেলেসে এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
কেকে/এএম