যে শিশুটি মায়ের কোলে ঘুমিয়ে থাকার কথা, মায়ের কোলে দুষ্টামি করার কথা, আর তখনি শিশুটি সদ্য শেষ করেছেন হেফজ। বলছি, চাটখিল উপজেলার মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্র তামিম চৌধুরী।
নোয়াখালী জেলায় চাটখিল উপজেলার কড়িহাটি গ্রামের, চৌধুরীর বাড়ির, বাহার চৌধুরী ও মারজাহান আকতার দম্পত্তির একমাত্র পুত্র সন্তান। পরিবারের ৩ বোন ১ মাত্র তামিম চৌধুরী। মাত্র ৮ বছরের শিশু ৩০ পারা কোরআন মুখস্ত করে হেফজ সম্পন্ন করেন এই বিস্ময় বালক।
মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা সিফাতুল ইসলাম জানান, শিশুটি মাত্র ৬ মাস নাজেরানা পড়ে হেফজ বিভাগে ছবক শুরু করেন। ছবক শুরু থেকে ৩ মাস ১০ দিনে অর্থাৎ মাত্র ১০৮ দিনে কোরআনে হেফজ সম্পন্ন করেন। তামিমের এমন মেধা অর্জনে আমাদের দোয়া থাকবে। আমি আশা করছি তামিম, আন্তর্জাতিক ভাবে কোরআনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আমাদের মাদরাসা, পরিবার, দেশ ও জাতীকে সম্মান বয়ে আনবে।
তামিম চৌধুরী মাতা মারজান আকতার জানান, আমার এক মাত্র পুত্র তামিম চৌধুরী ছোট বেলা থেকে মেধাবী। আমার এক মাত্র পুত্র সন্তান তামিম হেফজ সম্পন্ন করায়, মাদরাসার সকল শিক্ষকদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও তামিমের সফলতার জন্য আপনাদের দোয়া কামনা করছি।
কেকে/এআর