শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণা খাতে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।
রোববার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘প্রশাসনিক ভবন-১’ এ ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের কাছে চেক হস্তান্তর করেন পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাস।
এ সময় পূবালী ব্যাংকের অনুদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান ভারপ্রাপ্ত উপাচার্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার রানেশ কান্ত দাস।
উল্লেখ্য, ২০১১ থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে পূবালী ব্যাংক এই অনুদান করে যাচ্ছে। এছাড়া পূবালী ব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ে ৫টি প্রকল্প চলমান।
কেকে/এএম