বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নই মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ভাষানটেক থানা বিএনপি কর্তৃক আয়োজিত ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি থানা ভিত্তিক এই কর্মশালায় সভাপতিত্ব করেন, ভাষানটে থানা বিএনপির আহবায়ক হাজী আব্দুল কাদের। দিনব্যাপী এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদী আমিন, বিশেষ অতীতের বক্তব্যে তিনি ৩১ দফা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান বলেন, প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না, আমরা চাই দল-মত ধর্ম নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্বাধীন সুন্দর একটি রাষ্ট্র। যেখানে স্বচ্ছতা থাকবে জবাবদিহিতা থাকবে এবং উন্নয়ন থাকবে। এমন একটি দেশের প্রত্যাশায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগুচ্ছি। আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে। আপনারা মাঠে-ঘাটে হাটে যেখানে আলোচনা করবেন সেখানে আমাদের এই ৩১ দফা নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের মানুষ জানুক আমরা জাতীয়তাবাদী দল বিএনপি দেশের কি চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ সহ ঢাকা মহানগরীর ২৬ থানার নেতৃবৃন্দ।
কেকে/এআর