তিস্তার পানি ভারতের একতরফা প্রত্যাহার বন্ধে আন্তর্জাতিক আদালতে প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) রিভারাইন পিপল ক্লাব।
আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে,বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন বাংলাদেশ অংশে তিস্তার ৬০ শতাংশ পানি প্রবাহিত হতে হবে কিন্তু তা হয়নি। এর ফলে, ২০১৪ সালের পর থেকে যে ভয়াবহ ক্ষতি হয়েছে আন্তর্জাতিক আদালতে এর যেন প্রতিকার চাওয়া হয়। পানি প্রত্যাহার বন্ধের দাবি জানাই। একইসাথে ভারত যেসব জলবিদ্যুৎ নির্মাণ করেছে আন্তজাতিক আইন অনুযায়ী সেখানে আমাদের ও অধিকার আছে। সেসবও আমরা চাই।"
একাউন্টটিং ইনফরমেশন সিষ্টেমস বিভাগের অধ্যাপক উমর ফারুক বলেন, "যদি আলোচনার টেবিলে বসে পানির ন্যায্য অধিকার আদায় করা সম্ভব না হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক আদালতে গিয়ে বাংলাদেশের যে অধিকার তা নিশ্চিত করতে হবে। আমরা আশা করছি সরকার তিস্তা নদীর যে অধিকার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বাংলাদেশকে সে অধিকার আদায় করার সুযোগ পাবে সে দাবি জানাচ্ছি"।
শিক্ষার্থী রহমত আলী বলেন, "বারংবার যে মূলা ঝুলিয়ে বাংলাদেশের মানুষকে ন্যায্য পানি থেকে বঞ্চিত করা হয়েছে তা আর চলবে না। ন্যায্য হিসাব দিয়ে আন্তর্জাতিক যে নদী আইন আছে তা মেনে নিবে। বাংলাদেশের যে বৈধ অধিকার আছে সেখানে তারা প্রদর্শন করবে যদি না করে আমরা আন্তর্জাতিক আদালত কে বলতে চাই তারা যেন এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়।
তাছাড়া তিনি আরও বলেন, সরকারকে বলতে চাই নতজানু পররাষ্ট্র নীতি কারণে এদেশের মানুষ ন্যায্য পানি থেকে বারবার বঞ্চিত হয়েছে তা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের পানির যে ন্যায্য অধিকার তা নিশ্চিত করার জন্য যা করা দরকার তাই করেন।"
কেকে/এআর