শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের জামখলা দক্ষিণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
রোববার (১২ জানুয়ারি) দুপুর ২টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে দরগাপাশা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন আনছার উদ্দিন।
ঘটনাস্থল পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে আনছার উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে চারটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে মানবেতর দিনযাপন করছেন। তাদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়া সম্ভব না। তবে তাদের এই দুর্দিনে বিএনপি পরিবারের পক্ষ থেকে সাধ্যমত অর্থ সহায়তা প্রদান করেছি। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও যেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয় উপজেলা প্রশাসন কর্তৃপক্ষের প্রতি সেই আহ্বান করছি। সেইসাথে বেসরকারি এনজিও সংস্থা এবং সমাজের বৃত্তবান ব্যক্তিরাও যাতে এগিয়ে আসেন সেই আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাবিজুর রহমান, ফয়জুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা হাজি জালাল উদ্দিন, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিক উদ্দিন, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা সিজিল আহমদ রনি, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম প্রমুখ।
প্রসঙ্গত, শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে বসতঘরের ফ্রিজ বিস্ফোরণ থেকে আগুন লেগে দরগাপাশা ইউনিয়নের জামখলা গ্রামের চারটি পরিবারের বসতঘর পুরোপুরি ভষ্মিভুত হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত চার পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
কেকে/এএম