ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে স্থান পেয়েছে রুনা খান অভিনীত চলচ্চিত্র ‘নীলপদ্ম’। এই সিনেমাটি যৌনকর্মীদের জীবন সংগ্রাম ও সামাজিক অবস্থান নিয়ে নির্মিত। সিনেমাটি পরিচালনা করেছেন তৌফিক এলাহী, যিনি এটি দিয়ে তার প্রথম পরিচালনার অভিজ্ঞতা অর্জন করছেন। সিনেমায় রুনা খান একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমার শুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে, যেখানে রুনা খান প্রথমবারের মতো কাজ করেন। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, দৌলতদিয়ায় গিয়ে শুটিং করেছি। সেখানকার মেয়েদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। তাদের পোশাক এবং জীবনধারার সাথে মানিয়ে অভিনয় করেছি। রুনা জানান, সেখানকার যৌনকর্মীদের সঙ্গে তার আলাপচারিতা ছিল অত্যন্ত প্রভাবশালী।
রুনা আরও জানান, যৌনকর্মীদের জীবনযাত্রা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। “ওরা সাধারণ, সাদামাটা জীবনযাপন করে,” বলেন রুনা। শুটিংয়ের ফাঁকে ওদের সঙ্গে অনেক সময় গল্প করেছেন, এবং জানতে পেরেছেন যে অনেকেই তার নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ এর ভক্ত। তাদের মধ্যে অনেকেই শাকিব খানের সিনেমা এবং জনপ্রিয় নাটক ‘কাবিলা-পলাশ’ দেখেছেন, যা তাকে বিস্মিত করেছে।
রুনা তার সাক্ষাৎকারে যৌনকর্মীদের সামাজিক অবস্থান নিয়ে বলেন, যৌনকর্মীরা মানুষ হিসেবে সম্মানের দাবিদার। তারা অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল। যদি তারা একসময় পেশা পরিবর্তন করতে চায়, তবে রাষ্ট্রের উচিত তাদের সেই সুযোগ দেওয়া। রুনার মতে, এক্ষেত্রে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি, যেন যৌনকর্মীদের জন্য আরও সুষ্ঠু জীবনযাত্রা এবং পেশা পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়।
‘নীলপদ্ম’ সিনেমাটি যৌনকর্মীদের জীবনের বাস্তবতা, তাদের সুখ-দুঃখ, সংগ্রাম ও সমাজে তাদের অবস্থান নিয়ে নির্মিত। পরিচালক তৌফিক এলাহী দীর্ঘ গবেষণার পর সিনেমাটি তৈরি করেছেন। সিনেমার মাধ্যমে তিনি সমাজের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন—যৌনকর্মীদেরও মানবিক মর্যাদা ও সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে।
কেকে/এএম